Upcoming Training by MOSTAFA SHAKIL
প্রিয় পাঠক,
কোথায় ট্রেনিং করবেন? কোনটা ভালো হবে আপনার জন্য? এ সম্পর্কে আগেও লিখেছি, তাই আজ আর সে বিষয়ে লিখবো না। আপনার সময় থাকলে এই সম্পর্কিত পোস্ট গুলো পড়ে দেখতে পারেন নিচের লিঙ্ক থেকেঃ
Supply Chain Management Certification/MBA/PGDM/Training in Bangladesh.
এবার আজকের আলোচনায় আসি। বর্তমান যুগ চলছে Over-the-top media (ওটিটি) মানে নেটফ্লিক্স, এমাজন, চরকি, হইচই এর সময়। এই ট্রেন্ডকে সামনে রেখে অনেকদিন ধরে ভাবছি নতুন ধারার একটা ট্রেনিং সিরিজের কথা। ট্রেনিং টা নেট সিরিজের মত করেই হবে, সিজন-১ যার মধ্যে কিছু এপিসোড থাকবে এবং এর ধারাবাহিকতায় পরবর্তী সিজন হবে। কয়েকটি পোস্টার ও বানিয়েছিলাম ২০২০ সালে। আপনাদের সাথে শেয়ার করালাম, কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে।
সকল কল্পনার অবসান ঘটিয়ে এই থিমকে কেন্দ্র করে অবশেষে আমি আমার ট্রেনিং সিরিজের প্রথম সিজন ঘোষণা করছি। কি থাকছে আমার ট্রেনিং সিরিজের প্রথম সিজনে?
Name: Tale of a Commercial Manager.
নামঃ একজন কমার্শিয়াল ম্যানেজারের গল্প
Name: Anatomy of Letter of Credit (LC)
সিজনঃ ০১ - এনাটমি অব লেটার অব ক্রেডিট
সেশনের সময়ঃ একদিন সকাল ৯:৩০ মিনিট থেকে বিকাল ৫:৩০ মিনিট
সেশন ব্রেকঃ মর্নিং স্ন্যাক্স/নেটোয়ার্কিং, লাঞ্চ ও নামাজ, ইভিনিং স্ন্যাক্স/নেটোয়ার্কিং
The word 'ANATOMY' is a medical term. আপনি যদি গুগল করেন "anatomy meaning in bengali" যা আসবে তাহলো - অঙ্গব্যবচ্ছেদ-বিদ্যা, দৈহিক গঠনতন্ত্র, বিশ্লেষণ, দেহব্যবচ্ছেদ ইত্যাদি ইত্যাদি। এই সিজনে আমরা একটা এলসি'র সকল অঙ্গব্যবচ্ছেদ করবো। যা হবে ভিন্ন ভিন্ন এপিসোড আকারেঃ
- এপিসোড-১ঃ কি, কেন, কিভাবে, প্রকারভেদ (এল সি ওপেনের পুর্বে)
- এপিসোড-২ঃ প্রধান ভুমিকায় কে বা কারা
- এপিসোড-৩ঃ আপনিই আমদানিকারক প্র্যাক্টিকাল সেশন (চুক্তি/আবেদনের সকল নথিপত্র যাচাই ও বিশ্লেষণ)
- এপিসোড-৪ঃ ব্যাংকারের চোখে আপনার এলসি আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া (প্র্যাক্টিকাল সেশন)
- এপিসোড-৫ঃ এলসি প্রতিষ্ঠা (প্র্যাক্টিকাল সেশন)
- এপিসোড-৬ঃ এলসি'র অঙ্গব্যবচ্ছেদ প্রতিটি অক্ষর বিশ্লেষণ (প্র্যাক্টিকাল সেশন)
- এপিসোড-৭ঃ এলসি'র খরচ
- এপিসোড-৮ঃ এলসি পেমেন্ট ও পণ্যের জটিলতা এবং সমাধান
- এপিসোড-৯ঃ আপনার প্রশ্ন, আমাদের উত্তর
- এপিসোড-১০ঃ কি শিখলাম/কতটুকু শিখলাম (ক্লাস টেস্ট)
- এপিসোড-১১ঃ সনদপ্রদান ও ফটোসেশন
ট্রেনিং শেষে প্রাপ্তির তালিকাঃ
- আপনি যতটুকু শিখতে পেরেছেন
- ক্লাস নোট প্রিন্টেড কপি
- লাইফ টাইম হোয়াটস আপ গ্রুপ, ব্যাচ-ওয়াইজ গুগুল ক্লাসরুম ও ড্রাইভ এক্সেস, ক্লাস ম্যাটেরিয়াল পিডিএফ কপি।
- সার্টিফিকেট প্রিন্টেড ও ডিজিটাল কপি
- সেশন ফটোবুক
ট্রেনিং রেজিট্রেশন ফিঃ ৫০০০ টাকা/জনপ্রতি
(বিস্তারিত জানতে কল করুন +880 1681 016 862, +8801908 328 499- Whatsapp Only)
হোয়াট নেক্সটঃ প্রতি সিজন শেষে আপনি টপিক অনুযায়ী সার্টিফিকেট অর্জন করবেন। সিরিজের সব সিজন শেষ করলে আপনি "সার্টিফাইড কমার্শিয়াল ম্যানেজার" হিসাবে সার্টিফিকেট অর্জন করবেন। "সার্টিফাইড কমার্শিয়াল ম্যানেজার" সার্টিফিকেশন একতা গালা ইভেন্টে আমন্ত্রিত ইন্ডাস্ট্রি এক্সপার্টদের উপস্তিতিতে দেশের স্বনামধন্য তারকা ভেন্যুতে প্রদান করা হবে ইনশাআল্লাহ।
"সার্টিফাইড কমার্শিয়াল ম্যানেজার" হতে আপনাকে যে সিজনগুলো সম্পন্ন করতে হবে তার একটা খসড়া তালিকাঃ
- সিজনঃ ০১ - এনাটমি অব লেটার অব ক্রেডিট
- সিজনঃ ০২ - এলসি ডকুমেন্টশন ও কাস্টমস প্রক্রিয়া (আমদানি)
- সিজনঃ ০৩ - এনাটমি অব বিল অব লেডিং
- সিজনঃ ০৪ - আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি পর্যালচনা
- সিজনঃ ০৫ - এনাটমি অব বিল অব এন্ট্রি
- সিজনঃ ০৬ - ল্যান্ডেড কস্ট/প্রোডাক্ট প্রাইসিং
- সিজনঃ ০৭ - এলসি ডকুমেন্টশন, কাস্টমস প্রক্রিয়া, ইনসেন্টিভ (রপ্তানি)
- সিজনঃ ০৮ - কাস্টমস কম্পিটেন্সি (ক্লাসিফিকেশন, জি আই আর, এডভান্স রুলিং + + )
- সিজনঃ ০৯ - এসেনশিয়াল লিডারশীপ এন্ড কমিনিকেশন স্কিল ফর কমার্শিয়াল ম্যানেজার
- সিজনঃ ১০ - কস্ট অপ্টিমাইজেশিন টুলস এন্ড টেকনিক
- সিজনঃ ১১ - এক্সাম/এসাইন্মেন্ট/ইন্ডাস্ট্রিভিজিট/কেস স্টাডি ইত্যাদি
আমরা খুব শীঘ্রই কমপ্লিট কোর্স বুকলেট প্রকাশ করতে যাচ্ছি। আপডেট পেতে চোখ রাখুন আমার ব্লগে এবং সেন্টার ফর লজিস্টিক লিডারশীপ ফেসবুকে পেইজ/গ্রুপ (ফেসবুক পেজ) এবং ওয়েবসাইটে (আন্ডার ডেভেলপমেন্ট)।
0 Comments