LCAF মানে Letter of Credit Authorization Form.
এটি বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। আগে একটা সময় ছিল, যখন প্রত্যেক আমদানিকারকগণদের প্রতিটি LCAF এর অনুমোদন বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হতো। বর্তমানে AD (Authorized Dealer) কে অনুমোদনের ক্ষমতা প্রদান করা হয়েছে। LCAF দুই ধরনের হয়।
1. INDUSTRIAL (উৎপাদন শিল্প)
2. COMEERCIAL (বাণিজ্যিক)
LCAF এর ছয়টা কপি থাকে যথাক্রমেঃ
1. Exchange Control Copy.
2. Customs Purpose Copy.
3. Statistical Purpose Copy.
4. CCI&E Copy.
5. Bangladesh Bank Registration Copy.
6. Office Copy.
পাঠকদের সুবিধার্থে একটি LCAF এর কপি দেয়া হলোঃ
শুধু LCAF দিয়ে আমদানি সম্ভব। এ সংক্রান্ত নির্দেশনা IPO (Import Policy Order) এ বিস্তারিত বর্ননা করা রয়েছে। নিচে (LCAF) এ সম্পর্কে IPO (Import Policy Order) এর লিখা দেয়া হলোঃ
এটি বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। আগে একটা সময় ছিল, যখন প্রত্যেক আমদানিকারকগণদের প্রতিটি LCAF এর অনুমোদন বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হতো। বর্তমানে AD (Authorized Dealer) কে অনুমোদনের ক্ষমতা প্রদান করা হয়েছে। LCAF দুই ধরনের হয়।
1. INDUSTRIAL (উৎপাদন শিল্প)
2. COMEERCIAL (বাণিজ্যিক)
LCAF এর ছয়টা কপি থাকে যথাক্রমেঃ
1. Exchange Control Copy.
2. Customs Purpose Copy.
3. Statistical Purpose Copy.
4. CCI&E Copy.
5. Bangladesh Bank Registration Copy.
6. Office Copy.
পাঠকদের সুবিধার্থে একটি LCAF এর কপি দেয়া হলোঃ
শুধু LCAF দিয়ে আমদানি সম্ভব। এ সংক্রান্ত নির্দেশনা IPO (Import Policy Order) এ বিস্তারিত বর্ননা করা রয়েছে। নিচে (LCAF) এ সম্পর্কে IPO (Import Policy Order) এর লিখা দেয়া হলোঃ
LCAF ব্যবহারে লাভঃ
অনেক সময় আমদানিকারক গন যে সকল কারনে LCAF ব্যবহার করে থাকে তা হলোঃ
১। এলসি ইস্যুইং কমিশন কম দেয়ার জন্য। অনেক সময় ছোট এমাউন্টের জন্য এলসি কমিশন বেশি পড়ে যায়। সে জন্য এলসি ব্যাতীত শুধুমাত্র এলসিএ এফ (LCAF) এর মাধ্যমে আমদানি প্রক্রিয়া পছন্দ করে।
২। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও দ্রুত পচনশীল পণ্য আমদানিতে LCAF ব্যাবহার হয়।
৩। যেকোন আমদানিকারক বছরে ১ লাখ ইউ এস ডলার পর্যন্ত LCAF ব্যাবহার করে পণ্যের আমদানি করতে পারে।
৪। মুল্ধনী যন্ত্রপাতি ও উৎপাদন কাঁচামাল LCAF ব্যাবহার করে পণ্যের আমদানি করা যেতে পারে।
৫। LCAF ব্যাবহার করে পণ্যের আমদানির ভ্যাট এলসি ভ্যাট থেকে তুলনামুলক কম হয়ে থাকে।
তবে উল্লেখ্য যে, এলসি এর পেমেন্ট সিকিউরিটি থেকে LCAF এর পেমেন্ট সিকিউরিটি কম থাকে।
LCAF ব্যাবহার করে পণ্যের আমদানি করতে LCAF এর সাথে দুইটি ফর্ম যুক্ত করে ব্যাংকে আবেদন করতে হয়। ফর্ম দুটি পেতে ডাউলোডে ক্লিক করুন।
3 Comments
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও দ্রুত পচনশীল পণ্য আমদানিতে LCAF ব্যবহার হয়।
ReplyDeleteকেন?
GOod
ReplyDeleteExcellent concept
ReplyDelete