What is Transshipment?

Transshipment:

ট্রান্সশিপমেন্ট সম্পর্কে ফেসবুক ইনবক্সে একজন রীডার জানতে চেয়েছেন। এটি basic but an important question. যদি খুব সহজভাবে বলি, ট্রান্সশিপমেন্ট হচ্ছে একটা কন্টেইনার কে একটি জাহাজ থেকে অফ-লোড করে অন্য আরেকটি জাহাজে লোড দেয়া।

চলুন এবার দেখি কেন কার্গোর ট্রান্সশিপমেন্ট এর প্রয়োজন হতে পারে?

গ্লোবালি যে সকল শিপিংলাইন/এয়ারলাইন সার্ভিস দিয়ে থাকে তাদের প্রত্যেকের কিছু সীমাবদ্ধতা রয়েছে - বিশেষ করে পোর্ট কাভারেজের ব্যাপারে। এমন একটি সিংগেল লাইন পাওয়া যাবেনা যারা গ্লোবালি সব পোর্টে সার্ভিস প্রদান করে। সাধারণত ট্রেডলেন অনুযায়ি তাদের সার্ভিস প্রদানের দায়িত্ব গুলো ভাগ করা থাকে।

ধরি, একটা লাইনার সার্ভিস South Africa থেকে China যাবে, যার সার্ভিস কল/রোটেশন পোর্ট হচ্ছে Singapore - Hong Kong - Port Kelang. অর্থাৎ ভ্যাসেলটি এই সকল পোর্ট ব্যাবহার করে তার গন্তব্য চীনে পৌছাবে। বোঝার সুবিধার্থে আমরা এই ভ্যাসেলটির নাম দিলাম 'আল্ফা'

এবার মনে করি, এই ভ্যাসেলটিতে (আল্ফা) একটা শিপমেন্ট আছে যা ডারবান Durban in South Africa থেকে Manila in Philippines যাবে। কিন্তু উল্লেখিত ভ্যাসেল আল্ফা এর rotation/service Manila Port - Philippines কভার করে না।
এক্ষেত্রে ফিলিপিনগামী কন্টেইনার/কার্গো/শিপমেন্টটি ভ্যাসেল আল্ফা এর রোটেশন অনুযায়ি (Singapore - Hong Kong - Port Kelang) কোন একটিতে অফ-লোড করতে হবে।

মনে করি ফিলিপিনগামী কন্টেইনার/কার্গো/শিপমেন্টটি off-loaded at Singapore এবং ঐ কার্গোটি loaded onto another vessel যা Singapore to Manila যাতায়াত করে। আমরা এই ভ্যাসেলটির নাম দিলাম 'ওমেগা'।

সুতরাং যে কন্টেইনারটি আফ্রিকার ডারবান পোর্ট থেকে আল্ফা ভ্যাসেল রওনা দিয়ে সিংগাপুরে ট্রান্সশিপমেন্ট করে ওমেগা ভ্যাসেলে করে ফিলিপাইনের ম্যানিলা পোর্টে পৌছায়।

এক্ষেত্রে বিল অব লেডিং যা কাস্টমার ইস্যু করেছিল সেখানে ভ্যাসেলের নাম দেখাবে "আল্ফা" কিন্তু কন্সাইনি (ম্যানিলাতে) যে arrival notification পাবে সেখানে ভ্যাসেলের নাম দেখাবে "ওমেগা"

ইন্টারন্যাশনাল ট্রেডে এটা খুবই কমন ইস্যু এমন অনেক উদাহরণ পাওয়া যাবে : South Africa to South East Asia, South Africa to Europe, South Africa to USA, South East Asia to Far East, Far East to USA, USA to Europe etc.

উল্লেখিত কারণ ছাড়াও ট্রান্সশিপমেন্ট হতে পারে, যার একটা উদাহরণ দিলেই আপনার কাছে পরিস্কার হয়ে যাবে। আমরা যারা ইন্টারন্যাশনাল ট্রেডে কাজ করি তারা সকলেই জানি আমাদের দেশে মাদার ভ্যাসেল ঢোকার মত ফ্যাসিলিটিজ নেই তাই আমাদের দেশের অধিকাংশ শিপমেন্টই সিংগাপুরে ট্রান্সশিপমেন্ট হয়ে ছোট ফিডার ভ্যাসেলে করে চট্টগ্রাম পোর্টে আসে।

ট্রান্সশিপমেন্ট কন্সেপ্ট কানেক্ট দি ওয়ার্ল্ড এবং এর মাধ্যমেই একটি জাহাজ তার কার্গো গুলোকে সহজেই পৌছে দিচ্ছে ওয়ার্ল্ডের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। 

Post a Comment

3 Comments

  1. মাদার ভেসেল কেন চট্রগ্রাম ঢুকতে পারেনা? কম্প্যাটিবল ইনফ্রাস্ট্রাকচার নাই নাকি পোর্ট ডেপথ কম তাই?

    ReplyDelete
    Replies
    1. Yes Brother YOU are right. Depth is the major reason but not the ONLY reason.

      Delete
  2. your presentation is easy to understand.

    ReplyDelete