What is UPAS Letter of Credit (L/C)?

বর্তমান সময়ে আন্তর্জাতিক ব্যাবসার অঙ্গনে সকল ব্যাবসায়ি, আমদানিকারক-রপ্তানিকারক সকলেই খুজছিলেন এমন একটা পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে সবারই স্বার্থই রক্ষা হয়। সাধারনত আমরা যেটা দেখি আমদানিরকারক সবসময় চান লম্বা ক্রেডিট পিরিয়ড (বাকি) অন্যদিকে রপ্তানিকারক চান সাইট (নগদ) পেমেন্ট। এই সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে ফাইনান্সিয়াল ইন্সটিটিউশন গুলো পর্যালোচনা করে একটা নতুন পদ্ধতি বের করেছেন, যাতে উভয়পক্ষের স্বার্থই রক্ষা হয়। সেই ফাইন্যন্সিং মাধ্যমটাই হলো-UPAS. UPAS stands for USANCE PAYMENT AT SIGHT.
This is a specially structured format of L/C which we do on the basis of the following concept.
 
01. Supplier will get the payment on sight basis against compliant documents. (রপ্তানিকারক ডুকুমেন্ট নেগোশিয়েশনের মাধ্যমে সাইট পেমেন্ট পাবে)
 
02. Importer gets a credit facility for the usance period at issuing bank’s finance which he will adjust to issuing bank on maturity. (ব্যাংক আমদানিকারককে নিদির্ষ্ট সময়ের জন্য ক্রেডিট পিরিয়ড দিবে এবং এজন্য ইন্টারেস্ট নিবে।)
 
Others Note:
:: UPAS refers to Usance paid at sight.
:: Third bank is authorized to pay the supplier at sight.
:: It is usance at the counter of issuing bank.
:: Rate of finance not more than 6% including LIBOR. (All-in-cost)


UPAS Clause in different Bank. 








Post a Comment

2 Comments