বিশ্ব বাণিজ্যে নতুন কন্টেইনারের আবিস্কার [COLLAPSECON®]

২০১৭ সালে সমুদ্রপথে বিশ্ববাণিজ্য ১০.৭ বিলিয়নে টন পৌছেছে এবং এর মধ্যে কন্টেইনারের মাধ্যমে বাণিজ্য হয়েছে প্রায় ১.৮২ টনের বেশি। বিশ্ব বাণিজ্যে শিপিং কন্টেইনারের ব্যাবহার অত্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। বর্তমানে প্রায় ২২ মিলিয়ন কন্টেইনার ব্যাবহার হচ্ছে বিশ্ব বাণিজ্যে। 
সেই ১৯৫৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই কন্টেইনারের আবিস্কারের সুফল ওয়ার্ল্ড ট্রেডে শুধু গুরুত্বপুর্ণ ভুমিকায় পালন করছে না, এটি ছাড়া ওয়ার্ল্ড ট্রেড এখন অকল্পনীয়। [কন্টেইনারের আবিস্কারের ইতিহাস
এই গুরুত্বপুর্ণ জিনিসটাই কোথাও কোথাও ট্রেড অসমতার (Trade Imbalance) কারনে বোঝা হয়ে যাচ্ছে। যে দেশে আমদানি থেকে রপ্তানি কম সেখানার পোর্ট, অফ-ডকে খালি পড়ে থাকা কন্টেইনার গুলো পড়ে আছে মাসের পর মাস। যা পোর্টের মত গুরুত্বপুর্ণ জায়গা দখল করে রাখছে। নরমাল আমদানি রপ্তানি কাজে ব্যাপক ক্ষতি সাধন করছে। কখনো কখনো কারন হয়ে দাড়াচ্ছে অযাচিত পোর্ট ডেমারেজ বা ডিটেশনের। যা International Trade এ ব্যাপক effect ফেলছে।   
গত ফেব্রয়ারি ২০১৯ একটি নিউজ প্রকাশ করে that the Manila International Container Port (MICP) is facing its worst space crisis since 2014.

ইতিমধ্যে এই সমস্যার এক যুগান্তকারী সমাধান নিয়ে হাজির হয়ে অস্ট্রেলিয়ান একটি কোম্পানি যার নাম CEC Systems 
এই কোম্পানিটি আবিস্কার করেছে এমন এক কন্টেইনার যা খালি অবস্থায় ৪ঃ১ অনুপাতে ভাজ (ফোল্ড) করে রাখা যাবে, অর্থাৎ আগে ০৪ কন্টেইনার রাখতে যে জায়গা দরকার হতো এখন সেখানে ১৬ টি রাখা সম্ভব হবে। এটির নাম দিয়েছে The COLLAPSECON®, as it is called, is a 40’ high cube container. 
চিত্র-১
চিত্র-২

চিত্র-৩
বিস্তারিত জানতে COLLAPSECON® এর ওয়েবপেজ ভিসিট করতে পারেন। নিচের ছবি এবং ভিডিও দেখলে আপনার কন্সেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এটি কিভাবে কাজ করে। 





















































ভিডিও সোর্সঃ ইউটিউব।


ইরফরমেশন সোর্সঃ শিপিং এন্ড ফ্রেইট রিসোর্স ডট কম। 

Post a Comment

0 Comments