কন্টেইনার আবিষ্কার এর ইতিকথা:
ম্যালকম ম্যাকলিন (Malcom McLean)
এবং কিথ ট্যানলিংগার (Keith Tantlinger)
ম্যালকম ম্যাকলিন নামক আমেরিকান এক ট্রাক কোম্পানির মালিক এবং কিথ ট্যানলিংগার নামক ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার মিলে প্রথম শিপিং কন্টেইনার তৈরি করেন।
অনেক আলোচনা, সমালোচনা, পরিকল্পনার পর ২৬ শে এপ্রিল ১৯৫৬ সালে প্রথম ৫৮ কন্টেইনার এর একটা লট এস এস আইডিয়াল এক্স নামের একটা জাহাজে লোড করা হয়।
সেই থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে এই শিপিং কন্টেইনার। আজকের ইন্টারন্যাশনাল ট্রেডে কন্টেইনার এর ভুমিকা বা নির্ভরশীলতা জানতে সবার নিচের ভিডিওটি দেখা উচিত।
0 Comments