Not MY Job! All are F*****G Loser!!


যেদিন প্রথম দেখেছিলাম ছবিটি সেদিন মনে হয়েছিল – এটা কি সত্যি? কি টাইপের মানুষ এরা? তারপর দেখলাম এটা নাকি ‘নট মাই জব’ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত ছবি।  আপনি গুগলে শুধু ‘নট মাই জব’ লিখে সার্চ দিতেই দেখবেন কত ইমেজ আসবে এমন।  খানিকপরই আমার মনে হলো আমরা কি প্রতিনিয়ত আমাদের কর্পোরেট লাইফে এমন লোককে দেখিনি? অবশ্যই আপনার আমার চারপাশে এমন অনেকেই আছে যারা এর থেকেও ভয়ংকর।  কি মেলাতে পারছেন? পারছেন না? আচ্ছা আমি সহজ করে দিচ্ছি – অফিসে এমন অনেক কাজই আছে যেটা একটু স্বদিচ্ছা থাকলেই সহজেই অল্প সময়ে করা সম্ভব।  অথচ আমাদের অফিসগুলো তে অথর্ব দিয়ে ভরা, হাজার হাজার ম্যানেজার আছে যারা কোন কাজ করে না, একটা ফটোকপি, স্ক্যান করে না।  ঘন্টার পর ঘন্টা বসে অলস থাকে যে কেউ এসে  কাজটা করে দিবে।  তাদের ভাবটা এমন যেন সে বিরাট কিছু হয়ে গেছে, আমি এটা করবো? সেই একই আচরণ “নট মাই জব”।  আমি তো উপরের ছবির সাথে ব্যাপক মিল খুজে পাচ্ছি।  তাদের ভাবটা কেমন বিস্তারিত আলোচনা করে সময় নষ্ট না করি।  গুগল থেকে খুজে আরেকটা ছবি নামিয়ে রেখেছি এই আর্টিকেলে যুক্ত করবো বলে। দেখেন তো ব্যাপারটা কি এমন নয়?



আরেকটা গল্প দিয়ে শেষ করি।  এটা চার জনের গল্প - Everybody, Somebody, Anybody & Nobody

There was an important job to be done and Everybody was sure that Somebody would do it. Anybody could have done it, but Nobody did it. Somebody got angry about that, because it was Everybody‘s job. Everybody thought Anybody could do it, but Nobody realized that Everybody wouldn’t do it. It ended up that Everybody blamed Somebody when Nobody did what Anybody could have done.


So, Ownership is YOURS. Stop blame game among your colleagues and helps others to do their job, Helping is ALSO YOUR JOB.   

Post a Comment

1 Comments

  1. Dear
    But I believed that do my responsibility & given my best effort for done. If team work needed than it is my responsibility to manage others for helping me. If they refuse that means I need to developed myself for accepting themselves.

    ReplyDelete