ইম্পোর্ট (IRC) লাইসেন্স ছাড়া কি আমদানি সম্ভব? কিভাবে?

আমদানি সংক্রান্ত যে কোন প্রশ্নের উত্তর জানতে আপনাকে সবার আগে যে জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে সেটা হলো - আমদানি নীতি আদেশ । এটি প্রতি বছর বাজেটের পর প্রকাশিত হয়। সুতরাং এটা কে আমদানির 'বাইবেল' বলা যেতে পারে। এই নীতির বাহিরে কেউই তথা  আমদানিকারক, ব্যাংক, কাস্টমস, বা অন্যকেউ যেতে পারবে না। তাহলে চলুন দেখি এ ব্যাপারে কি আছে আমদানি নীতি আদেশেঃ


এছাড়া অনেকেই আই আর সি ছাড়া আমদানি করতে পারবে, তারা হলোঃ 
  • স্বরাষ্ট্র মন্ত্রানালয়। 
  • প্রকৃত ব্যাবহারকারি (কনজ্যুমার) দ্বারা আমদানি, সর্বোচ্চ ৫০০০ ডলার পর্যন্ত। 
  • কোন গবেষক তার  ব্যাক্তিগত গবেষনার জন্য যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে। 
  • কোন কোন ক্ষেত্রে কিছু নমুনা ও উপহার আমদানির ক্ষেত্রে। সর্বোচ্চ ১০,০০০ টাকা মুল্যের।    

  

Post a Comment

2 Comments

  1. এখানে কোন প্রকারের নতুন শিল্পের মেসিনারিজ এর কথা হয়েছে, এখানে প্রকার আছে কি না?

    ReplyDelete
  2. আমি তো মটর ইনপুট করতে চাই

    ReplyDelete