কাষ্টমস অভিজ্ঞতাঃ "যোগানদার" না "সরবারহকারি" ?

ঘটনাঃ 

তখন আমি একটি ট্রেডিং হাউজে চাকরি করে। যারা বিভিন্ন অফিসের বড় বড় টেন্ডারে অংশ নিয়ে আইটি ইকুপমেন্ট আমদানি করে সরবারহ করে থাকে। তেমনি একটা ব্যাংকের ওর্ডার পেয়ে আমরা এক কন্টেইনার আইটি ইকুপমেন্ট আমদানি করি। যথারীতি কায়িক পরীক্ষা সম্পন্ন হবার পর শুল্কায়নের জন্য গ্রুপে ফাইল দিতেই ঝামেলা শুরু হল। কারণ আমাদের ফাইলে আমরা এস আর ও এর রেফারেন্স দিয়ে ৪% এটিভি মওকুফের আবেদন করেছি। এস আর ও টি হলোঃ  



এস,আর,ও নং-২৪২-আইন/২০১২/৬৫৯-মূসক, তারিখঃ ২৮ জুন, ২০১২ অনুসারে – অগ্রিম মূসক আদায়যোগ্য নয় এইরূপ পণ্য ৭ (ঘ) সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা ও এন জি ও তে দরপত্র বা কার্যাদেশের ভিত্তিতে যোগানদার হিসেবে সরবারহের উদ্দেশ্যে আমদানিকৃত পণ্য;



পরিপুর্ণ এস,আর,ও নং-২৪২-আইন/২০১২/৬৫৯-মূসক পেতে ক্লিক করুন

ফাইলের সাথে নিয়মানুযায়ী ব্যাংকের ওয়ার্ক ওর্ডারের কপি যুক্ত করে দিয়েছি। ফাইল পর্যবেক্ষন করে এ আর ও (সহকারি রাজস্ব কর্মকর্তা) বললেন আপনার এই এস আর ও বেনিফিট পাবেন না। কারণ এই এস,আর,ও নং-২৪২-আইন/২০১২/৬৫৯-মূসক, তারিখঃ ২৮ জুন, ২০১২ শুধুমাত্র 'যোগানদার' এর ক্ষেত্রে প্রযেজ্য। আরও বলল আপনাদের ভ্যাট রেজিস্ট্রেশনে লিখা আছে আপনারা ট্রেডার, সাপ্লাইয়ার। যোগানদার লিখা থাকতে হবে। খবর পেয়ে আমি হাজির হলাম চট্টগ্রাম কাস্টমস হাউজে। তারপরের কাহিনি বর্নণা করার আগে চলুন দেখি কাষ্টমস যা বলছে তা কতটা ঠিক আর আমাদের ভ্যাট কপিতে কি লিখা আছে?

 
আমি যুক্তি স্থাপন করি, সাপ্লাইয়ার, ট্রেডার ও যোগানদার একই জিনিস। এবং আমি শুধুমাত্র এক্স ব্যাংকের কার্যাদেসের ভিত্তিতেই এই আমদানি করি। আমাকে ৪% মওকুফ করা হোক।




আরওঃ দুইটি এক নয়। সরবারহকারি এর ইংরেজি হলো 'SUPPLIER' আর যোগানদার এর ইংরেজি হলো 'PROCUREMENT PROVIDER', এক হলে দুইরকম কেন লিখবে? এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না। জেসি স্যারের কাছে যান, যদি উনি অনুমতি দেন তাহলে ৪% এটিভি মওকুফ পাবেন। আমিও নাছর বান্দা। ৪% এটিভি মানে এই কন্সাইন্মেন্টে প্রায় ৯লাখ টাকার ইম্পেক্ট। যদি আমি নিজেকে 'যোগানদার' প্রমাণ করতে ব্যার্থ হই, আমাকে এটিভি মওকুফ করবে না। 

আমি ফোন করলাম অফিসে আমার ভ্যাটের ম্যানেজার কে, ভাই আমিতো ভাষার মাইর প্যাচে আটকা পড়েছি, এটা ভ্যাটের ব্যাপার আমাকে ব্যাখ্যা দেন, আমি কি বলবো? ভ্যাট ম্যানেজার আমাকে বলল ভাই দুটোই একই জিনিস। আমি বললাম কাস্টমস মানছে না। উনি উত্তর দিতে পারলেন না, এবার কল করলাম সিএফও এর কাছে, তিনি বললেন আরে দুটোই একই। আমি বললাম উনারা আমাকে লিখিত দেখাচ্ছে আর আমি বলছি মুখে যে দুটো শব্দই একই। মহা বিপদ। কি করি? 

আমি আরও এর সাথে চলে গেলাম জেসি মহোদয় এর কাছে। 

জেসি আমার কাছে শুনলেন আপনার কি ব্যাখ্যা ? আপনি কি "যোগানদার" না "সরবারহকারি"? 
আমি বললাম স্যার আমি "যোগানদার" কারন আমি এক্স ব্যাংক থেকে টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ (ওয়ার্ক ওর্ডার) পেয়েছি, অর্থাৎ ব্যাংক আমাকে তাদের "যোগানদার" হিসাবে সাপ্লাই করতে বলেছে। আর আমার মত অনেকেই এই টেন্ডারে অংশ নিয়েছে কিন্তু কাজ পাই নি, যে কাজ পাবে সেই "যোগানদার" আর যারা পাই নি তারা 'সরবারহকারি'।
জেসি স্যার কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে ভাবলেন এবং আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন- যান, আপনি এটিভি ৪% মওকুফ পাবেন।আমার মনে হচ্ছিলো আমি একটা চিৎকার দেই, হুররে বলে। আমি সাকসেস। যেভাবে ক্রিকেটাররা সেঞ্চুরি উৎযাপন করে, আমার ইচ্ছা করছিলো সেভাবে করতে। জেসির রুম থেকে বের হয়ে আমি অফিসে সবাইকে ফোন দিলাম এবং বিজয়ের কথা জানালাম। 

বেশ কিছুদিন পর অফিসে এছে বই কিতাব ঘেটে বের করলাম শব্দ দুইটির তফাত। পরিস্কার ব্যাখ্যা রয়েছে। কিন্তু সেদিন সি মুহুর্তে আমার দম বন্ধ হয়ে আসছিল, না জানি কি হয়। আর সবাইকে দেখালাম আপনার যদি আমাকে এই ব্যাখ্যা দিতে পারতেন আমার এই পেইন হতো না। জাকির হোসেনের লেখা বইয়ে পরিষ্কার ব্যাখ্যা রয়েছে।


বিস্তারিত জানতে ক্লিক করুনঃ যোগানদার কারা? যে কোন সরবরাহকারীই কি নিজেকে যোগানদার হিসেবে দাবী করতে পারবেন?

Post a Comment

0 Comments