ট্রান্সফারেবল এলসি এর ক্ষেত্রে পেমেন্ট টার্ম কি পরিবর্তন করা যায়?


প্রশ্নঃ 


ট্রান্সফারেবল এলসি এর ক্ষেত্রে clause 42C.


যদি অরিজিনাল এলসি বা মাস্টার এলসি'র পেমেন্ট টার্ম 'সাইট' at sight থাকে এবং 1st beneficiary কি 2nd beneficiary কে এলসি ট্রান্সফারের সময় পেমেন্ট টার্ম ৩০ দিন ডেফার্ড বা  30 days usance হিসাবে ট্রান্সফার করতে পারবে? উল্লখ্য 2nd beneficiary পেমেন্ট টার্ম ৩০ দিন ডেফার্ড এ সম্মতি দিয়েছে বা রাজি আছে। 

মুলতঃ একটি সাইট এলসি যদি সাইট হিসাবে 2nd beneficiary কে ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে শিপমেন্ট করার পর 2nd beneficiary অরিজিনাল শিপিং ডকুমেন্টস 1st beneficiary’s bank এ প্রেজেন্ট করবে এবং a sight basis পেমেন্ট চাইবে, কিন্তু 1st beneficiary’s bank তো এই এলসির পেমেন্ট এখনও buyer’s bank থেকে পায় নি। এমতাবস্থায় 1st beneficiary ইনভয়েস এবং বিল অফ এক্সেঞ্জ পরিবর্তন করে  buyer’s bank এ পেমেন্ট ক্লেইম করবে। এই প্রক্রিয়ায় মোটামুটি ১৫-২০ দিনের সময় লেগে যায়। এক্ষেত্রে 2nd beneficiary কি পেমেন্ট টার্ম পরিবর্তন করতে পারবে? অথবা 1st beneficiary পেমেন্টের পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? 

উত্তরঃ 

ইউসিপি ৬০০ আর্টিকেল ৩৮ (জি) অনুসারে the transferred LC must accurately reflect the terms and conditions of the LC with specific exceptions (i) the amount of the LC, (ii) any unit price, (iii) the expiry date, (iv) the period for presentation or the latest shipment date or given period for shipment, any or all of which may be reduced or curtailed.

কেবলমাত্র উপোরিউল্লেখিত চারটি ক্লজ ছাড়া আর সব অপরিবর্তনীয়। 1st beneficiary এবং 2nd beneficiary এর মধ্যে সমঝোতা চুক্তি থাকলে ট্রান্সফারিং ব্যাংক কোন অবস্থাতেই পেমেন্ট টার্ম পরিবর্তন করতে পারবে না। 

প্রকৃতপক্ষে ট্রান্সফারেবল এলসি এর ক্ষেত্রে the transferring bank would undertake to pay the 2nd beneficiary only after receipt of the proceeds from the issuing bank whether the LC is payable at sight or at xxx days sight. অর্থাৎ এলসি ইসুয়িং ব্যাংক থেকে প্রসীড পাওয়ার পরেই 2nd beneficiary কে পেমেন্ট দিতে পারবে (পেমেন্ট টার্ম যাই হোক) 

Post a Comment

0 Comments