করোনা কালীন সময়ে সাপ্লাই চেইন/কমার্শিয়াল/শিপিং এর ক্ষেত্রে জরুরী বিজ্ঞপ্তি/স্মারক/সার্কুলার/অফিস আদেশ/নথি সমুহ


ক্রমিক নং
তারিখ
বিষয়
স্মারক/সার্কুলার/অফিস আদেশ/নথি নং
কর্তৃপক্ষ
০৭ এপ্রিল, ২০২০ ইং
সাধারণ ছুটিকালীন সীমিত আকারে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা।
নথি নং-১৭(৩) শূঃনীঃও বাঃ/২০১৩/১৪০
জাতীয় রাজস্ব বোর্ড
১২ এপ্রিল, ২০২০ ইং
আমদানিকারক কতৃক সরাসরি ডকুমেন্ট রিসিভ ও রেমিট্যান্স সংক্রান্ত
এফই সার্কুলার লেটার নং-১২
বাংলাদেশ ব্যাংক
১৬ এপ্রিল, ২০২০ ইং
নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য দৈনন্দিন ব্যাবহার্য সামগ্রীর উৎপাদন, পরিবহন ও সরবারহ চেইন অব্যাহত রাখতে সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা প্রদান
নম্বর-২৬.০০.০০০০.১১৩.৫৯.০১৩.১৮/৬৫
বাণিজ্য মন্ত্রানালয়, অভ্যন্তরীণ বাণিজ্য-৩ শাখা
১৮ এপ্রিল, ২০২০ ইং
শতভাগ (১০০%) পোর্ট চার্জ মওকুফ [২৭/০৩/২০ থেকে ২০/৪/২০ পর্যন্ত]
বিজ্ঞপ্তি নং-০৬/২০২০
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
১৯ এপ্রিল, ২০২০ ইং
নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য দৈনন্দিন ব্যাবহার্য সামগ্রীর উৎপাদন, পরিবহন ও সরবারহ চেইন অব্যাহত রাখতে সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা প্রদান
সার্কুলার পত্র নং-১৩
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক।
২০ এপ্রিল, ২০২০ ইং
ইনল্যান্ড এলসি পেমেন্ট সেটেলমেন্ট সম্পর্কিত
এফই সার্কুলার লেটার নং -১৪
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক।
২২ এপ্রিল, ২০২০ ইং
আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত
অফিস আদেশ, নথি নং-১৭(৩) শূঃনীঃও বাঃ২০১৩/১৪৩
জাতীয় রাজস্ব বোর্ড
২২ এপ্রিল, ২০২০ ইং
প্রয়োজনীয় লোকবলের সংস্থানসহ অধিক সময় ধরে ডেলিভারি ওর্ডার (ডিও) ইস্যু করা প্রসঙ্গে।
জাতীয় রাজস্ব বোর্ড এর অফিস আদেশ, নথি নং-১৭(৩) শূঃনীঃও বাঃ২০১৩/১৪৩ এর বরাত দিয়ে
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন
২৩ এপ্রিল, ২০২০ ইং
চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনারজট নিরসনে চট্টগ্রামে অবস্থিত অফডকসমুহে (প্রাইভেট আইসিডিসমুহ) অনুমোদিত পণ্যের অতিরিক্ত পণ্য সাময়িকভাবে (৩০ জুন ২০২০ পর্যন্ত) সংরক্ষণ ও আনস্টাফিং করার এবং উক্ত অফডকসমুহ হতে খালাসের অনুমতি প্রদান।
অফিস আদেশ, নথি নং-১৭(৩) শূঃনীঃও বাঃ২০১৩/১৪৪
জাতীয় রাজস্ব বোর্ড
১০
২৩ এপ্রিল, ২০২০ ইং
সীমিত আকারে ব্যাংকিং ব্যাবস্থা চালু রাখা প্রসঙ্গে
বাণিজ্যিক এলাকা (ঢাকা-মতিঝিল, চট্টগ্রাম-খাতুনগঞ্জ, আগ্রাবাদ) খোলা ১০ টা থেকে ২ টা পর্যন্ত থাকবে।
ডিওএস সার্কুলার লেটার নং-১৪
বাংলাদেশ ব্যাংক।
১১
২৭ এপ্রিল, ২০২০ ইং
শতভাগ (১০০%) পোর্ট চার্জ মওকুফ [২৭/০৩/২০ থেকে ০৪/০৫/২০ পর্যন্ত]
বিজ্ঞপ্তি নং-০৮/২০২০
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
১২
২৯ এপ্রিল, ২০২০ ইং
কন্টেইনার ডিটেনশন শিপিং লাইন ফি মওকুফ সংক্রান্ত [২৬/০৩/২০ থেকে ০৪/০৫/২০ পর্যন্ত]
সার্কুলার নম্বর-৭/২০২০
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিপিং অধিদপ্তর, ঢাকা
১৩
৩০ এপ্রিল, ২০২০ ইং
লকডাউন সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরস্থ গুদামে রক্ষিত আমদানি পণ্যের ডেমারেজ চার্জ মওকুফ সংক্রান্ত
স্মারকঃ ৩০.৩৪.০০০০.০০১.৩১.০০০.২০/১৮-ক


তালিকা লিপিবদ্ধকরণঃ মোস্তফা শাকিল, সাপ্লাই চেইন প্রফেশনাল
সার্কুলার গুলোর কপি সংগ্রহ করতে স্ব-স্ব অফিস/দপ্তর/প্রতিষ্ঠানের ওয়েব পেইজ ভিসিট করুন। স্মারক/সার্কুলার/অফিস আদেশ/নথি নং গুলো- download from here। As you know Peoples Republic of Bangladesh has extended official lock-down period several times and some office order also extended their validity accordingly. I have tried to accumulate all order in download folder which is not listed above. So, please download the folder.    

Post a Comment

0 Comments