প্রশ্নঃ আমদানিকৃত সকল পণ্যেরই কি কায়িক পরীক্ষা হয়? রেড কাটানো জিনিসটা কি?
উত্তরঃ কৃত পণ্যের কায়িক পরীক্ষা সম্পর্কিত একটি স্থায়ী আদেশ রয়েছে। এটি আসলে System Generated হয়ে থাকে Random Selection basis.
তবে কিছু কিছু HS Code পুর্বনির্ধারিত ভাবেই কম্পিউটার System এ Lock থাকে, যেপণ্যগুলোর Physical Examination বাধ্যতামূলক সেই সকল পণ্যের ক্ষেত্রে কাস্টমস ডাটাবেজে ACYCUDA থেকে রেডমার্ক থাকে। পণ্য Examine এরপর এসিস্ট্যান্ট কমিশনার লেভেলের কর্মকর্তাকে দিয়ে এই RED MARK withdraw করে Assessment এ যেতে হয়। আর এই প্রক্রিয়াকেই সিএন্ডেফরা রেড কাটা বলে থাকে।
0 Comments