In the case of Transferable Letter of Credit -1st Beneficiary want to change the Master LC payment terms when transferring this LC to the 2nd beneficiary.
CASE:
যদি original LC তে mentions থাকে LC at sight, সেক্ষেত্রে 1st beneficiary যখন এলসি 2nd beneficiary কে ট্রান্সফার করবে তখন কি payment term change করে 30 days usance LC দিতে পারবে? (উল্লেখ্য 2nd beneficiary agrees to LC 30 days).
প্রাক্টিক্যালি sight LC is transfer করার ক্ষেত্রে কিছু problem arise হবে: The 2nd beneficiary shipment করার পর original document 1st beneficiary's bank এ প্রেজেন্ট করবে এবং স্বভাবতই sight basis payment claim করবে। কিন্তু Transferring bank এর কাছে সে মুহুর্তে ঐ draft purchase করবার fund নেই এবং 1st Beneficiary Invoice change করে এবং নতুন bill of exchange রেডি করে buyers bank পাঠাতে এবং পেমেন্ট পেতে প্রায় ১৫-২০ দিন লেগে যাবে। এক্ষেত্রে 2nd Beneficiary কেনই বা Sight LC পেয়ে পেমেন্টের জন্য wait করবে? এর সমাধান কি?
উত্তরঃ
এই প্রশ্নের সমাধান ইউসিপি ৬০০ এর Article 38 (g) তে পরিস্কার করে উল্লেখ করা হয়েছে। ইউসিপি ৬০০ এর আর্টিকেল ৩৮ অনুযায়ীঃ
UCP 600 Article 38 (g) says that the transferred LC must accurately reflect the terms and conditions of the LC with specific exceptions (i) the amount of the LC, (ii) any unit price, (iii) the expiry date, (iv) the period for presentation or the latest shipment date or given period for shipment, any or all of which may be reduced or curtailed.
সুতরাং, 1st beneficiary ট্রান্সফারেবল এলসি 2nd beneficiary কে ট্রান্সফার করার সময় payment terms পরিবর্তন করেতে পারবে না। শুধুমাত্র the 1st beneficiary and the 2nd beneficiary এর মধ্যে চুক্তি/সমঝোতা is not sufficient for the transferring bank to transfer the LC with such a change.
প্রকৃতপক্ষে ট্রান্সফারেবল এলসি এর ক্ষেত্রে the transferring bank would undertake to pay the 2nd beneficiary only after receipt of the proceeds from the issuing bank whether the LC is payable at sight or at xxx days sight. অর্থাৎ 1st beneficiary শুধুমাত্র issuing bank থেকে মাস্টার এলসির পেমেন্ট (proceeds) পাওয়া সাপেক্ষে 2nd beneficiary কে পেমেন্ট করতে পারবে।
1 Comments
Please give a example who is first and who is second beneficiary.
ReplyDelete