1. ঘোষনার প্রকার উল্লেখ করতে হবে। যেমন আমদানির ক্ষেত্রে "IM" এবং রপ্তানির ক্ষেত্রে "EX" লিখতে হবে। তালিকা রয়েছে।
ডান পার্শে Sub - Category উল্লেখ করতে হবে, এটির ও নিদৃষ্ট তালিকা রয়েছে, যেমন দেশের অভ্যন্তরে ভোগের জন্য পণ্যের ক্ষেত্রে "4" লিখতে হবে।
ডান পার্শে যে অফিসে বিল অব এন্ট্রি দাখিল হবে সেই অফিসের Office Code ব্যাবহার করতে হবে। যেমন ঢাকা এয়ার পোর্টের জন্য101 এবং চট্টগ্রাম পোর্টের জন্য 301 লিখতে হবে। এছাড়া পোর্ট অনুযায়ি আলাদা কোড রয়েছে।
Registration Number will be generated automatically. Example: C796229 29/08/2017
Manifest No. সাধারণত YY NNNN আকারে থাকে যেখানে YY= Year কে বুঝায় এবং অনান্য নম্বর বুঝাবে। Example: 201709992
3. বিল অব এন্ট্রির প্রথম পৃষ্ঠাসহ পরবর্তী সকল পৃষ্ঠাসমুহের সংখ্যা লিখতে হবে।
4. Not Applicable (ভবিষ্যতের জন্য সংরক্ষিত)
5. Items (পদ): সর্বমোট পদের/আইটেম সংখ্যা এই ঘরে উল্লেখ করতে হবে।
6. Total Package (সর্বমোট প্যাকেজ সংখ্যা): সর্বমোট প্যাকেজ সংখ্যা এই ঘরে উল্লেখ করতে হবে।
7. Agent Reference Number: Bill of Entry গ্রহনকালে রেজিস্টারের অনুক্রমিক নম্বর (সিরিয়াল নম্বর) এই ঘরে লিখতে হবে।
8. আমদানিকারকের বিস্তারিত। BIN: Business Identification Number এটা আসলে কোম্পানির VAT Registration Number লিখতে হবে।
9. Not Applicable (ভবিষ্যতের জন্য সংরক্ষিত)
10. Not Applicable (ভবিষ্যতের জন্য সংরক্ষিত)
11. Not Applicable (ভবিষ্যতের জন্য সংরক্ষিত)
12. Total Assessable Value (মোট শুল্কায়নযোগ্য মুল্য): এই ঘরে মোট শুল্কায়নযোগ্য মুল্য উল্লেখ করতে হবে। Calculation Formula:
FOB Value + Freight + Insurance + Landing Charge + Others (if any)
CIF Value + Landing Charge + Others (if any)
C&F Value + Insurance + Landing Charge + Others (if any)
13. Not Applicable (ভবিষ্যতের জন্য সংরক্ষিত)
14. Declaring/Agentঃ সি এন্ড এফ কোম্পানির নাম ও ঠিকানা বিস্তারিত উল্লেখ করতে হবে।
15. Country of Export: রপ্তানিকারক দেশের নাম উল্লেখ করতে হবে।
16. Country of Origin: এই ঘরে পণ্যটির উৎপাদনকারী দেশের নাম উল্লেখ করতে হবে।
(to be continue......)
1 Comments
Thanks Vaiya, kindly asycuda/bill of entry er next step er details gulo share korben?
ReplyDelete