আজব অভিজ্ঞতা "Import of African Green Money's Kindey" !!!

একদিন ব্যাংক এশিয়া বনানী ব্রাঞ্চে ট্রেড সার্ভিসে বসে কথা বলতে বলতে একজন প্রফেসনাল ব্যাংকার বললেন-ভাই আমার এই হাতে আমি কুমির আমদানির এলসি করেছি। বাংলাদেশে কুমিরের প্রজনন ফার্ম আছে, সেখানকার জন্য কুমির আমদানির এলসি করেছিলাম, এবং সেটাই ছিল একটা আনকমোন প্রডাক্ট।
আমি বললাম, ভাই তাইলে তো আমি আরও একধাপ এগিয়ে আছি। আমি আমার লাইফে কোন এক ফার্মাতে থাকাকালিন আমেরিকা থেকে "আফ্রিকান গীন মাঙ্কির কিডনী" আমদানি করেছি। উনি তো চোখ ছানাবড়া করে তাকালেন এবং বললেন- গ্রীন মাঙ্কি?
হ্যাঁ, সবুজ বানরের কিডনি। ভ্যাক্সিনের জন্য এনেছিলাম। এবং সেটা কাস্টমস থেকে ছাড়াতে হয়েছিল শুক্রবারে। তারমানে শিপমেন্ট আসার পূর্বে সকল পার্মিশন সম্পন্ন করেছিলাম এবং শুক্রবারে রিলিজ করেছিলাম। কারণ জিনিসটা এতো স্পেশাল ভাবে প্যাকিং এ এসেছিল যে, ওটা শুক্রবারে না ছাড়ালে প্রোডাক্টটা নষ্ট হয়ে যেত। লাইফে এমন অভিজ্ঞতা সত্যিই বিরল।
ইনভয়েস কপি এখনো সংগ্রহ করে রেখেছি। কোম্পানির স্বার্থে কিছু অংশ মুছে দেয়া হল। কারণ আমি চাইনা, আমার পারসোনাল ব্লগের কারণে কারও ব্যবসা বা ব্যাক্তিগত ক্ষতি সাধিত হোক।

Post a Comment

0 Comments