ইমপোর্ট রেজিষ্ট্রেশন
সার্টিফিকেট (IRC)
ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে
নিম্নলিখিত ধাপসমূহ অনুসরন করতে হবে-
প্রথম ধাপঃ আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস
থেকে ফরম সংগ্রহ করুন।
দ্বিতীয় ধাপঃ বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায়
সিডিউল ফি জমা দিন।
তৃতীয় ধাপঃ প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন জমা দিন।
প্রয়োজনীয় কাগজপত্র
১. ট্রেড
লাইসেন্স
২. পাসপোর্ট
সাইজের ছবি (৩ কপি)
৩. টিন
নম্বর
৪. চেম্বার
অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ বা সংশ্লিষ্ট এসোসিয়েশন হতে মেম্বারশীপ সার্টিফিকেট
৫. ট্রেজারী
চালানের মূল কপি
৬. পার্টনারশীপ
বিজনেস হলে পার্টনারশীপ ডিড এর কপি
৭. লিমিটেড
কোম্পনির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, আর্টিক্যাল
অব এসোসিয়েশন, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন
সকল কাগজ পত্রের নমুনা দেয়া হলোঃ
![]() |
TRADE LICENSE SAMPLE |
![]() |
TR-CHALLAN SAMPLE |
![]() |
CERTIFICATE OF INCORPORATION SAMPLE |
![]() |
MEMORANDUM OF ARTICLES SAMPLE |
![]() |
TIN CERTIFICATE SAMPLE |
![]() |
DCCI CERTIFICATE SAMPLE |
0 Comments